
বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য নির্দিষ্ট সীমার উপরে লেনদেন হলে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক। ভ্যাট নিবন্ধনের মাধ্যমে ব্যবসা একটি ইউনিক BIN (Business Identification Number) পায় যা NBR কর্তৃক ইস্যু করা হয়। নিচে বিস্তারিতভাবে নিবন্ধনের ধাপগুলো তুলে ধরা হলো:
প্রথম ধাপ: অনলাইন আবেদন ফর্ম পূরণ
vat.gov.bd-এ গিয়ে "BIN Registration" অপশনে ক্লিক করুন।
প্রতিষ্ঠানের নাম, মালিকানা, ঠিকানা, এনআইডি, মোবাইল, ইমেইল ইত্যাদি তথ্য দিন।
দ্বিতীয় ধাপ: প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড
এনআইডি / পাসপোর্ট
ট্রেড লাইসেন্স
TIN সার্টিফিকেট
ভাড়া চুক্তিপত্র (যদি থাকে)
ব্যাংক একাউন্ট ডিটেইলস
তৃতীয় ধাপ: সাবমিট ও যাচাই
ফর্ম সাবমিট করলে NBR তা যাচাই করে।
কোনো ভুল থাকলে সংশোধনের নোটিশ আসতে পারে।
চতুর্থ ধাপ: BIN নম্বর ইস্যু
যাচাই শেষে আপনার BIN নম্বর ইস্যু হবে।
আপনি এটি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।
আপনার মতামত লিখুন :