
ভ্যাট আইন ২০১২ (VAT Act 2012) হলো বাংলাদেশে কার্যরত একটি আধুনিক ও স্বচ্ছ ভ্যাট কাঠামো তৈরির জন্য প্রণীত আইন, যা ১ জুলাই ২০১৯ থেকে পূর্ণরূপে কার্যকর হয়। এই আইনটি পূর্ববর্তী ১৯৯১ সালের ভ্যাট আইনের পরিবর্তে আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর একটি নতুন কাঠামো উপহার দেয়।
ইনভয়েস ভিত্তিক ভ্যাট ব্যবস্থা: এই আইনে প্রতি লেনদেনে ভ্যাট নির্ধারিত ইনভয়েসের মাধ্যমে হিসাব করা হয়।
ইলেকট্রনিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন: ব্যবসা প্রতিষ্ঠানের জন্য BIN (Business Identification Number) পাওয়া এখন পুরোপুরি অনলাইনভিত্তিক।
ক্রেতা-বিক্রেতা ভ্যাট ক্রেডিট: VATable পণ্য বা সেবার ওপর আগের ধাপে প্রদত্ত ভ্যাট পরবর্তী ধাপে সমন্বয়যোগ্য।
সমন্বিত সফটওয়্যার ব্যবহার: ই-ভ্যাট সফটওয়্যার ব্যবহার করে সহজেই রিটার্ন দাখিল ও হিসাব রক্ষণ করা যায়।
শাস্তিমূলক ধারা: আইনে ভ্যাট ফাঁকি, তথ্য গোপন ইত্যাদির জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
এই আইন প্রণয়নের মূল লক্ষ্য হচ্ছে ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনা, ভ্যাট ফাঁকি কমানো এবং একটি করবান্ধব পরিবেশ তৈরি করা। এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।
আপনার মতামত লিখুন :